ড. বদিউল আলম মজুমদার একজন অর্থনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও উন্নয়নকর্মী। বর্ণাঢ্য কর্মময় জীবনের বর্তমান পর্যায়ে ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি নাগরিক সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. বদিউল আলম মজুমদার কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পোলাইয়া গ্রামে ১৯৪৬ সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে নওয়াব ফয়জুন্নেছা কলেজ থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঊনসত্তরের গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানিন্তন ইকবাল হলের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখেন তিনি। ১৯৬৯-৭০ সালে তিনি ঢাকা বিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গমন করেন। ড. বদিউল আলম মজুমদার ক্যালিফোর্নিয়ার Calremont Graduate School থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করার পর Case Western Reverse University থেকে অর্থনীতিতে Ph.D ডিগ্রি লাভ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটোল ইউনিভার্সিটি, সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটি ও ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি-তে ১৯৭৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। তিনি সৌদি রাজ পরিবারের অনুরোধে দীর্ঘ সময় সে দেশের অর্থনৈতিক পরামর্শদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে তিনি ফেডারেল ফ্যাকাল্টি ফেলো হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে যোগদান করেন।
১৯৯১ সালে ড. বদিউল আলম মজুমদার দেশে ফিরে আসেন এবং ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ও ব্রত নিয়ে ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর সাথে যুক্ত থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন।
বদিউল আলম মজুমদার নিয়মিত টেলিভিশন ‘টক-শো’-তে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি প্রথম আলো-সহ বেশ কয়েকটি শীর্ষ দৈনিক পত্রিকার একজন নিয়মিত কলাম লেখক। তিনি বহু প্রফেশনাল অধিবেশনে বিভিন্ন সময়ে তিনি গবেষণাপত্র উপস্থাপন করেছেন এবং তাঁর গবেষণাপত্র বিভিন্ন খ্যাতনামা আন্তর্জাতিক জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে ড. বদিউল আলম মজুমদারের নয়টি গ্রন্থ এবং তাঁর সম্পাদনায় আরও বেশি কয়েকটি বই প্রকাশিত হয়েছে।
২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার ড. বদিউল আলম মজুমদারকে ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী’ (বার্ড)-এর বোর্ড অব গভর্নরস্-এর সদস্য করে। একই বছর তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠান গতিশীল ও শক্তিশালীকরণ কমিটি’র একজন সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
জীবন কথা (ইংরেজিতে):
Dr. Badiul Alam Majumdar joined The Hunger Project as Country Director in Bangladesh in 1993 and was named a Vice President in 2003. He is the founder-Secretary of Shujan (Citizens for Good Governance), a civil society organization.
Dr. Majumdar was born in February 1946 in Comilla, Bangladesh. He received his Bachelor of Commerce with Honors (1967) and Master of Commerce (1968) from Dhaka University. From 1970-71, he took his first trip to study in the U.S. on a Graduate Fellowship for International Understanding, sponsored by the Rotary Foundation, at Claremont Graduate School. He earned a Master of Business Economics (M.B.E.) from Claremont and then went on to earn his Doctor of Philosophy (Ph.D.) in Economics from Case Western Reserve University, USA.
Dr. Majumdar was a Lecturer at Dhaka University in 1969-70. He also taught at Seattle University, Central Washington University and Washington State University during 1976-91. In addition, he worked for NASA and the Saudi Royal Family. He came back to Bangladesh in 1991, resigning a full professorship in America.
He briefly served on the Board of Governors of BARD. He was a member of the Committee to Strengthen and Revitalize Local Governance, which was set up by the last Caretaker Government in Bangladesh. Dr. Majumdar has authored several books and published many articles in professional journals. He is also a popular newspaper columnist.
Under Dr. Majumdar’s leadership, THP-Bangladesh has established programs in all 64 districts of Bangladesh, has become the largest volunteer organization in the country, and is recognized as a leading voice for the rights of girl children.