ড. বদিউল আলম মজুমদার সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০০৩ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রাক্কালে একদল সচেতন নাগরিকের উদ্যোগে ২০০২ সালের ১২ নভেম্বর ‘সিটিজেনস্ ফর ফেয়ার ইলেকশনস’ নামে একটি নাগরিক সংগঠন আত্মপ্রকাশ করে। ভোটারগণ যাতে জেনে-শুনে-বুঝে, যোগ্য, আদর্শবান ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভালো মানুষেরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হতে পারে সেজন্য ভোটারদেরকে তথ্যভিত্তিক ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা ছিল এই সংগঠনের লক্ষ্য। পরবর্তীতে ‘সিটিজেনস্ ফর ফেয়ার ইলেকশনস’ এর কার্যক্রমকে শুধুমাত্র নির্বাচন এর মাঝে সীমাবদ্ধ না রেখে আরো বিস্তৃত করার লক্ষ্যে এর নতুন নামকরণ করা হয়-‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’। এরপর থেকে সুশাসন, রাজনীতি ও দেশের আর্থ-সামাজিক বিভিন্ন বিষযে গবেষণা ও তথ্য পরিবেশনের মাধ্যমে নাগরিকদের সচেতন করে তোলা ও সংশিষ্ট বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন সময় সভা, সেমিনার, সিম্পোজিয়াম, গোলটেবিল বৈঠক ও সংবাদ সম্মেলনের কাজ আয়োজন করে আসছে সুজন। আর এতে সাধারণ সম্পাদক হিসেবে বিশেষভাবে ভূমিকা পালন করে চলেছেন ড. বদিউল আলম মজুমদার।