ড. বদিউল আলম মজুমদার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। ১৯৯৩ সালে তিনি এই সংস্থায় যোগ দেন। এ সংস্থায় যোগদানের পর গত দুই দশকের বেশি ধরে তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সাধারণ মানুষের সাথে উন্নয়নের কাজে প্রত্যক্ষ জড়িতে রয়েছেন। ২০০৩ সালে তিনি দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ড. বদিউল আলম মজুমদারের স্বপ্ন একটাই, আর তা হলো ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়া।